Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের কর্মশালা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০১৮

লিডিং ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের ‘পোস্ট সেলফ-এ্যাসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্লান ফর দ্য ইয়ারস ২০১৮-২০২১ শীর্ষক’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ জুন) দক্ষিণ সুরমায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ কর্মশালার আয়োজন করা হয়।

সেলফ-এ্যাসেসমেন্ট কমিটির উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক এবং রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম পিএসসি উপস্থিত ছিলেন।

ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো. শামিমুল ইসলামের উপস্থাপনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক এবং সেলফ-এ্যাসেসমেন্ট কমিটির সিনিয়র সদস্য ড. এস. এম. আলী আক্কাস।

২০১৮-২০২১ সাল পর্যন্ত ব্যবসায় প্রশাসন বিভাগের পোস্ট সেলফ-এ্যাসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্লান উপস্থাপন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও এমবিএ/ইএমবিএ কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর আলম।

কর্মশালায় লিডিং ইউনিভার্সিটির আইকিউএসি এর পরিচালক ও ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.