Sylhet Today 24 PRINT

জবিতে ছাত্রলীগের হামলায় সাংবাদিকসহ আহত ১৫

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) 'নিপীড়ন-বিরোধী প্রগতিশীল ছাত্রজোটে'র বিক্ষোভ মিছিলে রোববার হামলার ঘটনা ঘটেছে। এ সময় সংবাদ সংগ্রহে যাওয়া চার সাংবাদিকসহ মোট ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত দু'জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অভিযোগ, ছাত্রলীগ এ হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে প্রতিগতিশীল ছাত্রজোট ব্যানারে রোববার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি নতুন প্রশাসনিক ভবনের সামনে শেষ হওয়ার পর সেখানে ছাত্রজোটের সংক্ষিপ্ত সমাবেশও শুরু হয়। এ সময় জবি শাখা ছাত্রলীগের কর্মীরা এসে হামলা চালায়।

হামলায় জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের অনুসারী অ্যাকাউন্টিং নবম ব্যাচের শিক্ষার্থী রিয়াজ ও হৃদয়, গণিত বিভাগের ১১তম ব্যাচের পরাগ ও ইতিহাস বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী নূরে আলম নেতৃত্ব দেয়।

এ সময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে তারা তাদের ওপরও হামলা চালায়। এতে সাংবাদিকসহ ১৫ জন আহত হন। গুরুতর আহত সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক লতিফুল ইসলাম ও আমার সংবাদের আসলাম অর্ক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি কিশোর কুমার সরকার, সাধারণ সম্পাদক গোলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক সমিত ভৌমিক, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমিন ও সদস্য জাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া জবি সাংবাদিক সমিতির সহ সভাপতি সামি সরকার, ইত্তেফাকের আহসান জোবায়ের ও ডেইলি সানের কবির হোসেনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ প্রসঙ্গে জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, সাংবাদিক হিসেবে চেনার পরও ছাত্রলীগ কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ নিয়ে সাংবাদিক সমিতি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছে। প্রক্টর নূর মোহাম্মদ বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

জবি ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। যদি কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.