Sylhet Today 24 PRINT

বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮ শিক্ষার্থী

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৮

এইচএসসি পরীক্ষায় সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ ৮টি জিপিএ-৫ সহ সন্তোষজনক ফলাফল অর্জন করেছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক আনন্দমুখর পরিবেশে অধ্যক্ষ মো. ফয়জুল হক ফলাফল ঘোষণা করেন।

এ সময় তিনি প্রতিষ্ঠানের ভালো ফলাফলের পিছনে নিয়মশৃংখলা, পাঠ-পরিকল্পনা ও ডিজিটাল কন্টেন্ট ব্যবহারপূর্বক পাঠদান কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে উল্লেখ করেন। অধ্যক্ষ ফয়জুল হক অর্জিত ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরো ভালো ফলাফল অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া তিনি শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলে সিলেটে’র মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৫ম ব্যাচের ১১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ৮ জন, এ গ্রেড ৬৪ জন, এ মাইনাস ৩৩ জন এবং বি ৬ জন।

অধ্যক্ষ অর্জিত এ ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গতবারের চেয়ে এ বছর ৬টি জিপিএ-৫ বেড়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.