Sylhet Today 24 PRINT

শাবিতে ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট’ শুরু শুক্রবার

শাবি প্রতিনিধি |  ২৬ জুলাই, ২০১৮

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০১৮’ শুক্রবার শুরু হবে। চলবে ২৮ জুলাই শনিবার পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসবে দেশের খ্যাতনামা সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সারাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ জন ক্যাম্পাস প্রতিবেদক অংশগ্রহণ করবেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ বলেন, 'শুক্রবার সকাল ১০টায় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এ সময় উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

এছাড়া শনিবারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন উদ্বোধনের পর বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে লার্নিং সেশন, অভিজ্ঞতা শেয়ারিং, ডকুমেন্টারি প্রদর্শনী। আর দ্বিতীয় দিন শনিবারের আয়োজনের মধ্যে রয়েছে সকালে আলোচনা সভা, দুপুরে লার্নিং সেশন এবং বিকেলে সমাপনী অনুষ্ঠান।

ক্যাম্পাস সাংবাদিকতার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে লার্নিং সেশনে। বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার নানা বিষয়ে ‘লার্নিং সেশনে’ আলোচনা করবেন দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত খ্যাতনামা সাংবাদিকরা। এমনটি বলেন ফয়জুল্লাহ ওয়াসিফ।

লার্নিং সেশন ও অভিজ্ঞতা বিনিময় পর্বে মেনটর হিসেবে সাংবাদিকতায় নিজের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলবেন যমুনা টিভির বিশেষ প্রতিনিধি মোহসিন উল হাকিম, মাছরাঙা টিভির বিশেষ প্রতিনিধি বদরুদ্দোজা বাবু, বিবিসি বাংলার সাংবাদিক আকবর হোসেন।

এছাড়া সমকালের যুগ্ম বার্তা সম্পাদক রমাপ্রসাদ সরকার বাবু, শাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি সায়েদ আব্দুল্লাহ যীশু, যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈমুল করীম নাঈম, সাবেক সভাপতি আবু তাহের টোটনসহ সাবেক ক্যাম্পাস সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

এদিন বিকেলে ৪টায় ‘কেমন চাই আগামীর ক্যাম্পাস’ উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের মুখোমুখি হবেন শাবি উপাচার্য। এ পর্বে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সমাধান ও পরামর্শমূলক প্রশ্নের উত্তর দেবেন তিনি। পরবর্তীতে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে দুই দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে।

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর বলেন, সকল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা কখনও একসাথে কোন আড্ডায় বা উৎসবে মিলিত হয়নি। সবাইকে একসাথে করার লক্ষ্যে আমরা এ আয়োজন হাতে নিয়েছি। আশা করি এ অনুষ্ঠানের মাধ্যমে সকল ক্যাম্পাস সাংবাদিকদের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি বাড়বে।”


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.