Sylhet Today 24 PRINT

শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শাবিতে ছাত্র ধর্মঘটের ডাক

শাবি প্রতিনিধি  |  ০৫ আগস্ট, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোববার সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট। ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন ও সমাবেশ করে এ ছাত্রধর্মঘটের ডাক দেন জোটের নেতারা।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক জুয়েল রানা জানান, দেশে স্কুল-কলেজ শিক্ষার্থীদের উপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ বর্বরোচিত হামলার প্রতিবাদে সকাল সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্র ধর্মঘট ডেকেছেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনে এ হামলায় প্রতিবাদে ডাকা এ ধর্মঘটে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটবে বলে মনে করেন তিনি।

এর আগে শনিবার রাত দশটায় সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করে স্লোগান দিতে থাকে। এসময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মানববন্ধনের আশপাশে ঘুরঘুর করতে থাকে। পরে ঘন্টাখানেক অবস্থানের পর এদিনের মতো কর্মসূচি স্থগিত করেন সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আন্দোলনকারীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.