Sylhet Today 24 PRINT

গলা কেটে মুক্তিযোদ্ধা হত্যার প্রতিবাদে শাবিতে মানববন্ধন

শাবি প্রতিনিধি |  ১২ আগস্ট, ২০১৮

ময়মনসিংহের ত্রিশালে মুক্তিযোদ্ধা আবদুল মতিন মাস্টারকে গলা কেটে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘অফিসারস অ্যাসোসিয়েশন’র নেতা-কর্মীরা।

রোববার (১২ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

নিহত মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অফিসারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মামুনের পিতা। ৪ জুলাই নিজ বাড়ির পাশেই ডোবার মধ্যে গলা কেটে নৃশংসভাবে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয় আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা এই মুক্তিযোদ্ধা একটি মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মানববন্ধনে ‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ’র আহ্বায়ক ও হিসাব পরিচালক আ ন ম জয়নাল আবেদীন বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দীর কাছাকাছি সময়ে এসে একজন মুক্তিযোদ্ধার গলা কাটা লাশ আমাদের দেখতে হলো। এই লজ্জা লুকাবার নয়। তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন অফিসারস অ্যাসোসিয়েশন’র সভাপতি ড. খন্দকার মমিনুল হক, অতিরিক্ত রেজিস্ট্রার সলিম মো আব্দুল কাদির, অতিরিক্ত লাইব্রেরিয়ান জিল্লুন নাহার, উপপরিচালক ফয়জুন্নেছা বেগম, সংগঠনের সহসাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিশির প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.