Sylhet Today 24 PRINT

এসআইইউতে বিবিএ ২৯তম ব্যাচের ক্ষুদ্র ব্যবসা প্রদর্শনী শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী 'ক্ষুদ্র ব্যবসা প্রদর্শন' শুরু হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিবিএ ২৯তম ব্যাচ আয়োজিত এই ক্ষুদ্র ব্যবসা প্রদর্শনী উদ্বোধন করেন এসআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. মনির উদ্দিন, প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহসহ বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

বিবিএ ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ৬টি স্টলে বিভিন্ন রকমারি দ্রব্যাদি নিয়ে প্রদর্শনী ১১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৬টা পর্যন্ত চলবে। বইপত্র, পোশাক, খাবার সামগ্রীসহ বিভিন্ন রকমের পণ্যের সমারোহে বিভিন্ন স্টল সাজিয়েছেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, শিক্ষার্থীদেরকে বাস্তবিক ব্যবসায় জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দেবার প্রয়াসে ও তাদের ভিতরের সুপ্ত উদ্যোক্তা মনকে জাগ্রত করতে প্রতি সেশনের বিবিএ প্রোগ্রামের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীদেরকে নিয়ে ব্যবসায় প্রশাসন বিভাগ এই ধরনের প্রদর্শনীর আয়োজন করে থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.