Sylhet Today 24 PRINT

শিক্ষা-কাঠামোর উন্নয়নে শাবিতে আইকিউএসির আঞ্চলিক কর্মশালা

শাবি প্রতিনিধি |  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

শিক্ষা-কাঠামোর উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষণার মান বৃদ্ধি করতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী সিলেট বিভাগীয় আঞ্চলিক কর্মশালার আয়োজন করেছে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)।

রোববার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে আইকিউএসি’র সেমিনার রুমে ‘ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অব বাংলাদেশ’ শীর্ষক এ কর্মশালা শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে।

দিনব্যাপী এই শিক্ষা বিষয়ক কর্মশালায় সহযোগী হিসেবে ছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও কোয়ালিটি অ্যাসিউরেন্স ইউনিট।

এতে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিব প্রসাদ সেন উপস্থিত ছিলেন।

কর্মশালায় শাবি’র আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাসের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. আশরাফুল আলমের সঞ্চালনায় ‘ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অব বাংলাদেশ’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী।

প্রধান অতিথির বক্তব্যে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, 'শিক্ষা গবেষণা মানদণ্ডের দিক থেকে বিশ্ববিদ্যায়গুলোকে একটি প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসতে হবে। আগে গবেষণায় অর্থ বরাদ্দ কম থাকতো। এখন যথেষ্ট বরাদ্দ দিয়ে থাকে সরকার। এখন আমরা গবেষণায় অনেক ভালো করে যাচ্ছি।'

'কয়েকদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ক্যান্সার শনাক্তকরণ পদ্ধতি আবিষ্কার করেছেন। গবেষণায় রাষ্ট্রপতি গোল্ড মেডেল আমরা পেয়েছি। আমাদের দায়িত্ব এখন আরো বেড়ে গেছে। আমাদের আরো গবেষণা করে নতুন নতুন বিষয় উদ্ভাবন করতে হবে।'

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, সরকার গবেষণার জন্য যে বাজেট আমাদেরকে দিয়ে থাকে তা কাজে লাগাতে প্রস্তুত কিনা সেটা আমাদের ভাবতে হবে। আমাদের চেষ্টা করতে হবে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার মান আরো বাড়াতে।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে সিলেট বিভাগীয় কমিশনার মেছবাহ উদ্দিন চৌধুরী, শাবি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসসহ সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্যবৃন্দ, শিক্ষক সমিতির সদস্যবৃন্দ, জেলা প্রশাসকের শিক্ষা সংক্রান্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.