Sylhet Today 24 PRINT

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাসের হার ১০.৯৮ শতাংশ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১০.৯৮ শতাংশ পরীক্ষার্থী।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ফল ঘোষণা করেন।

এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'গ' ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে মোট ২৫ হাজার ৯৫৮ জন প্রার্থী পরীক্ষা দেন। এর মধ্যে মাত্র ২ হাজার ৮৫০ জন প্রার্থী পাস নম্বর পেয়েছেন। ন্যূনতম পাস নম্বর ৪৮ পেতে ব্যর্থ হয়েছেন ২৩ হাজার ২ জন। সে হিসেবে প্রায় ৮৯ শতাংশ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হন।

ফল জানা যাবে www.admission.eis.du.ac.bd ওয়েবসাইটে।

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের (মেধা তালিকা ১ থেকে ১২৭৫ পর্যন্ত) ‘চয়েস ফরম’ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে ওই ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.