Sylhet Today 24 PRINT

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে থানায় একটি জিডিও করা হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) আনুমানিক বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উত্তম সরকার, এমবিএ প্রোগ্রাম (১ম বর্ষ ২য় সেমিস্টার), রোল:- ২৪১৪৬ এবং ফাহিম আহমেদ চৌধুরী, বিবিএ প্রোগ্রাম (৪র্থ বর্ষের ২য় সেমিস্টার), রোল:-২৬১৮৪, নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের এডমিশন অফিসের সামনে কতিপয় শিক্ষার্থী ও কিছু বহিরাগতদের সাথে করে অবস্থান নিয়ে ২০ সেপ্টেম্বর তারিখ থেকে অনুষ্ঠিতব্য সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রবেশ পত্র সংগ্রহে সাধারণ শিক্ষার্থীদেরকে ও আসন্ন সেমিস্টারে ভর্তি হতে আসা শিক্ষার্থীসহ আগত অভিভাবকদেরকে বাধা প্রদান করে।

পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুমে এসে উপাচার্য, শিক্ষক, কর্মকর্তাদের সাথে উদ্ধত আচরণ করে এবং আসন্ন সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্প্রিং-২০১৮ বন্ধের হুমকি প্রদান করে।

পরবর্তীতে এ ঘটনার প্রেক্ষিতে বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির এক জরুরী সভায় ঘটনার সাথে তাৎক্ষনিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় উত্তম সরকার ও ফাহিম আহমেদ চৌধুরীকে সাময়িকভাবে বহিষ্কার করে কেন স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না মর্মে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য এবং সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়, যার নাম্বার:-১৩৪১, তাং:- ১৮/০৯/২০১৮ইং।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.