Sylhet Today 24 PRINT

মদনমোহন কলেজের অধ্যাপক রফিকুল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য

সংবাদ বিজ্ঞপ্তি |  ২২ সেপ্টেম্বর, ২০১৮

মদনমোহন কলেজের উপাধ্যক্ষ (একাডেমিক) ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রফিকুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২ বছরের জন্য সিনেট সদস্য মনোনীত হয়েছেন।

গত ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক পত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২-এর প্রথম সংবিধির ২০(১)(ঞ) ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিল কর্তৃক ২ বছর মেয়াদে সিনেটের সদস্য মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানান।

অধ্যাপক মো. রফিকুল ইসলাম ১৯৮৯ সালে দক্ষিণ সুরমা কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে ১৯৯৩ সাল থেকে মদনমোহন কলজের দর্শন বিভাগে প্রভাষক এবং বর্তমানে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি প্রায় ২৫ বছর যাবত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটি ও পরীক্ষায় পরীক্ষক এবং প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি মদনমোহন কলেজ সাহিত্য পরিষদের সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.