Sylhet Today 24 PRINT

শাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ৪৭ জন শিক্ষার্থী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৭ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক শামসুল হক প্রধান এ তথ্য জানিয়েছেন।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, শাবিতে এ বছর স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য মোট ৭৫ হাজার ৫৫১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬১৩টি সাধারণ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৮ হাজার ৬৫২টি। আর ‘বি’ ইউনিটের ৯৯০ আসনের বিপরীতে ৪৬ হাজার ৯৯৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৭ জন শিক্ষার্থী।

গত ১০ বছরের মধ্যে এ বছর সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। গত বছর ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রায় সমানসংখ্যক আসনের জন্য ৫২ হাজার ২৭৯ জন শিক্ষার্থী স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছিলেন।

আগামি ১৩ অক্টোবর শাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল হক প্রধানকে সভাপতি এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমদকে সদস্য সচিব করে ইতোমধ্যে ২৪ সদস্যের ভর্তি কমিটিও গঠন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.