Sylhet Today 24 PRINT

উন্নয়ন মেলার সমাপনী বিতর্কে শ্রেষ্ঠ শ্রীমঙ্গল সরকারি কলেজ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদে অনুষ্ঠিত এ মেলায় শনিবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। উন্নয়ন মেলায় বিভিন্ন সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং বিভিন্ন ধরনের সেবা প্রদান করে।

সমাপনী দিনে মেলায় প্রধান আকর্ষণ ছিলো শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা। ‘অর্থনৈতিক উন্নয়নই টেকসই উন্নয়নের প্রধান হাতিয়ার’ - এ বিষয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে শ্রীমঙ্গল সরকারি কলেজ এবং রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজ।
এসময় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সাজিদা নাজনীন মীম। বিতর্ক প্রতিযোগিতায় শ্রীমঙ্গল সরকারি কলেজের হয়ে অংশগ্রহণ করেন একাদশ শ্রেণীর ছাত্রী দীপা রানী সিনহা, মৌষি দাশ ও অনার্স চতুর্থ বষের্র ছাত্রী মুসলিমা বেগম।

এসময় বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মহসিন ও শ্রীমঙ্গল সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সুদর্শন শীল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.