Sylhet Today 24 PRINT

ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল বাতিলে হাই কোর্টে রিট

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। ফল বাতিলের পাশাপাশি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নতুন করে নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে।

রোববার (২১ অক্টোবর) ওই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়া এক শিক্ষার্থীর বাবা সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাই কোর্টে এই আবেদন করেন।

১২ অক্টোবর নেওয়া ওই ভর্তি পরীক্ষা কেন ‘অবৈধ’ ঘোষণা করা হবে না, সেই মর্মে রুল চেয়েছেন ইউনুস আলী আকন্দ। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার আদেশ চেয়েছেন তিনি।

এই রিট আবেদনে বিবাদী করা হয়েছে শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিনকে।

১২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর পৌনে এক ঘণ্টা আগে হাতে লেখা প্রশ্নপত্রের ১৪টি ছবি এক শিক্ষার্থীর মোবাইল ফোনে আসে। প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তের পর প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি স্বীকার করে নিলেও ফল প্রকাশ করে। সেখানে দেখা যায় ‘ঘ’ ইউনিটের প্রথম ১০০ জনের তালিকায় থাকা অন্তত ৭০ জন ভর্তিচ্ছু অন্য ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণই হতে পারেননি।

এরপর আইন বিভাগের এক ছাত্র ফল বাতিলের দাবিতে অনশন শুরু করলে শিক্ষক-শিক্ষার্থীরা সরব হয়ে ওঠেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলোও নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি তোলেন।

আইনজীবী ইউনুস আলী আকন্দ বুধবার ‘ঘ’ ইউনিটের পরীক্ষার ফল ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উকিল নোটিস পাঠন। তাতে সাড়া না পেয়ে রোববার তিনি রিট আবেদন করেন।

নোটিসে বলা হয়, তার মেয়ে আনিকা বিনতে ইউনুছ ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষা দেয়। ফলাফলে তাকে অকৃতকার্য দেখানো হয়। পরে পত্রিকার মাধ্যমে জানা যায়, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তদন্তেও তার প্রমাণ মিলেছে। যে শিক্ষার্থী ‘গ’ ইউনিটে ফেল করেছে, সেই শিক্ষার্থীই ‘ঘ’ ইউনিটে প্রথম হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.