Sylhet Today 24 PRINT

আতর নিয়ে গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন সিকৃবির শিক্ষার্থী

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০১৮

আতর নিয়ে গবেষণার অবদানের জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র মো. নাজমুল হক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।

২০-২১ অক্টোবর ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের সিএসডি কর্তৃক দুই দিনব্যাপী সাসটেটেইনেবল ডেভেলপমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এ পুরস্কার প্রদান করা হয়। সম্মেলনে দেশী-বিদেশী বিজ্ঞানীরা তাদের গবেষণা কার্যক্রম উপস্থাপন করেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ভ্যালে ক্যুবি (সি আই এস, ই টি এইচ, জুরিখ, সুইজারল্যান্ড), ড. ক্যাসিয়া পাপরোকি (পরিবেশ বিজ্ঞানী, লন্ডন স্কুল অব ইকোনোমিক্স এন্ড পলিটিকাল সায়েন্স, লন্ডন), প্রফেসর ড. স্টিফেন ক্যারনস (প্রজেক্ট কো-অর্ডিনেটর, সিঙ্গাপুর, ই টি এইচ সেন্টার, জুরিখ, সুইজারল্যান্ড), ড. ভাস্কর ভাট (ইন্ডিয়ান স্কুল অব ডিজাইন এন্ড ইনোভেশন, মুম্বাই), ড. অলিভার স্ক্যানলান (রিসার্চ ফেলো, সিএসডি-ইউল্যাব), ড. শুভ্র দাশগুপ্ত (রিসার্চ ফেলো, সিএমসিসি), ড. চেন তিং (প্রোজেক্ট কো-অর্ডিনেটর, সিঙ্গাপুর, ই টি এইচ ,সিঙ্গাপুর), জেনিফার লি (পি এইচ ক্যান্ডিডেট, সিঙ্গাপুর, ইটিএইচ সেন্টার, জুরিখ) প্রমুখ।

সম্মেলনের সমাপনী দিনে দেশী ও বিদেশী গবেষকরা পোস্টার প্রেজেন্টেশন সেশনে তাদের নিজ নিজ গবেষণা কার্যক্রম উপস্থাপন করেন। এতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি পোস্টার উপস্থাপন করা হয়।

এর মধ্যে স্নাতকোত্তর শিক্ষার্থী মো. নাজমুল হকের আতর বিষয়ের উপর উপস্থাপিত গবেষণাটি 'বেস্ট পোস্টার প্রেজেন্টার অ্যাওয়ার্ড' হিসেবে মনোনীত হয়। গবেষণাটির বিষয় ছিলো 'পোকা আক্রান্ত আগরকাঠ: বাংলাদেশের আগর বাজারের একটি নতুন মূল্যবান পণ্য'।

বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মহসিন চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের পরিচালক ড. সুলতান আহমেদ, ইউল্যাবের ভিসি প্রফেসর এইচ এম জহিরুল হক, প্রফেসর ক্যারোলিন রবার্টস প্রমুখ।

গবেষণাটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফুয়াদ মন্ডল এবং বায়োকেমিস্ট্রি এন্ড কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. মেহেদী হাসান খানের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.