Sylhet Today 24 PRINT

শাবি ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা, হাতাহাতি

শাবি প্রতিনিধি |  ১৬ নভেম্বর, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ নভেম্বর) বিকেলে বাস্কেটবল মাঠে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান ও রনি-সাখাওয়াত সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। রনি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং সাখাওয়াত হোসেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

প্রথমে বাস্কেটবল মাঠে দু’পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে শাহপরাণ হলের সামনে এসে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে।

শাহপরাণ হলের প্রভোস্ট মোহাম্মদ শাহেদুল হোসাইন বলেন, আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। হলের পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে আছে।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, দুই পক্ষের সমঝোতার মাধ্যমে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ডিপার্টমেন্টের খেলাকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে কোন্দল তৈরি হয়েছে। ছাত্রলীগের কেউ এ ঘটনায় জড়িত থাকলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.