Sylhet Today 24 PRINT

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা সম্পন্ন

শাবি প্রতিনিধি |  ২৪ নভেম্বর, ২০১৮

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ২০১৮-১৯ সেশনের স্নাতক (ইঞ্জি.) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন- শাবির এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মুকিত মো. মোকাদ্দেছ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জহির বিন আলম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কবির হোসেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ড. ইঞ্জিনিয়ার মো. আব্দুল্লাহ প্রমুখ।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ড. ইঞ্জিনিয়ার মো. আব্দুল্লাহ জানান, সকাল ১০টা থেকে কলেজ ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩টি বিভাগে মোট ১৮০ টি আসনের বিপরীতে ২০৩৮ জন শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষার ফলাফল ২-৩ দিনের মধ্যে প্রকাশিত হবে বলে জানান তিনি।

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শতভাগ শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করে এবারের ভর্তি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া পরীক্ষায় উপস্থিতির হার ৯০ শতাংশ বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.