Sylhet Today 24 PRINT

রাবির চার আবাসিক হলে পুলিশের তল্লাশি

রাবি প্রতিনিধি |  ২৫ নভেম্বর, ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার আবাসিক হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। শনিবার রাত ৯ টা থেকে ১১টা পর্যন্ত মতিহার থানা পুলিশ এ তল্লাশি চালায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।

বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা, শাহ্‌ মখদুম, মতিহার, হবিবুর রহমান হলে এই তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশিতে শিক্ষার্থীদের আবাসিক কার্ড, বহিরাগত শিক্ষার্থী কিনা, বিভাগ, সেশনসহ কিছু প্রাথমিক তথ্য যাচাই করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় প্রক্টরিয়াল বডি, হল প্রাধ্যক্ষদের সঙ্গে নিয়ে চারটি হলে একযোগে এই তল্লাশি চলে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, “সামনে নির্বাচন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে তাই কিছু খোঁজখবর নেওয়া হলো। তবে কাউকে হেনস্থা বা আটক করা হয়নি, কিছু পাওয়াও যায়নি।”

জানতে চাইলে মতিহার থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, “নির্বাচন নয় আবাসিক হলে নিরাপত্তার জন্য আমাদের এটি নিয়মিত একটি কাজ।”

বাকি হলগুলোতেও তল্লাশি চালানো হবে কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এখন বলতে পারছি না।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.