Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে আইডিয়া হ্যাক

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৮

লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে 'আইডিয়া হ্যাক ২০১৮'।

সোমবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় লিডিং ইউনিভারসিটির স্থায়ী ক্যাম্পাসে ' HACKATHON ' এর মধ্য দিয়ে শুরু হয় আইডিয়া হ্যাক ২০১৮ এর আয়োজন।

এ আয়োজনে বিচারক হিসেবে ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান খান, TECHNEXT এর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ভূইয়া, জাহিদুল ইসলাম (Senior Developer of Rootsoft IT) সহ ডিপার্টমেন্টের শিক্ষকমন্ডলী।

সিলেটের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ২৩টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আইডিয়া হ্যাক ২০১৮ এ HACKATHON এর পাশাপাশি DX-BALL এবং ICT QUIZ CONTEST এর আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুর আড়াইটায় অনুষ্ঠানের ফলাফল ঘোষণা করা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেজর (অব.) মো. শাহ আলম, পিএসসিসহ কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের শিক্ষকমন্ডলীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.