Sylhet Today 24 PRINT

‘ক্যারি অন সিস্টেম’ পুনর্বহালের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৫

‘ক্যারি অন সিস্টেম’ পুনর্বহালের দাবি জানিয়ে সিলেটে সংবাদ সম্মেলন করেছে মেডিকেল শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেট নগরীর একটি হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মিলিত মেডিকেল শিক্ষার্থীর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে মেডিকেল পর্যায়ের শিক্ষা কারিকুলাম সবচেয়ে জটিল। সেক্ষেত্রে পেশাগত পরীক্ষায় অংশ নিয়ে কোনো একটি বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বর্ষের পুরো ক্লাস করতে না দিলে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হয়।

সংবাদ সম্মেলনে পরবর্তী বর্ষের ক্লাস করেও আগের পরীক্ষায় অংশ নেওয়ার যে পদ্ধতি পূর্বে চালু ছিল তা পুনর্বহালের দাবি জানান তারা।

তারা আরও বলেন, 'ক্যারি অন সিস্টেম' চালু না রাখলে একদিকে যেমন শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হবে তেমনি মেডিকেল কলেজগুলোতে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়বে। শিক্ষক স্বল্পতা ও ছাত্রাবাসগুলোতে তীব্র আবাসন সংকট দেখা দিবে। বড় অংকের আর্থিক ক্ষতির সম্মুখিন হবে বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২০০২ সালে প্রণীত 'ক্যারি অন সিস্টেম' ২০১২ সালে এসে বন্ধ করা হয়, যা বর্তমান ব্যাচের শিক্ষার্থীদের ওপর প্রথম আরোপ হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.