Sylhet Today 24 PRINT

সিকৃবিতে পোল্ট্রি প্রদর্শনী

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৯

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সিকৃবিতে পোল্ট্রি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নতুন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সামনে পোল্ট্রি প্রদর্শনীর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

উদ্বোধনের পর একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মিলনায়তনে পোল্ট্রি সেমিনার অনুষ্ঠিত হয়।

সিকৃবির পোল্ট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. শাহ আহমেদ বেলালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সিলেট প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. এ.টি.এম. মাহবুব-ই-এলাহী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.