Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে নবায়নযোগ্য শক্তির ওপর কর্মশালা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৯

লিডিং ইউনিভার্সিটির আইইইই এলইউ স্টুডেন্টস ব্রাঞ্চের উদ্যোগে নবায়নযোগ্য শক্তির ওপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ রিনিউএবল এনার্জি বেইসড মডেলিং অন হোমার সফটওয়ার শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন এবং ইইই বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম. এস. রহমান পীর উপস্থিত ছিলেন।

কর্মশালায় ট্রেইনার হিসেবে ছিলেন ইইই বিভাগের প্রভাষক মো. মুনতাসির রশিদ।

সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ইইই বিভাগের শিক্ষার্থীদের অনেক অর্জন এবং সুনাম রয়েছে। এ বিভাগের শিক্ষার্থীরা ইতিমধ্যে মঙ্গলগ্রহে ব্যবহারের উপযোগী রোবট, যানজট নিরসনে স্বয়ংক্রিয় গাড়ী পার্কিং পদ্ধতির উদ্ভাবন, ডিজেবলদের জন্য স্বয়ংক্রিয় হুইল চেয়ার তৈরি করেছে। দেশ এবং দেশের বাইরে রোবোটিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ২০টির অধিক প্রথম পুরস্কার পেয়েছে।

তিনি আরও বলেন, গত বছর ভারতের চেন্নাইয়ের ভেলোড়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন এবং একই বছরে আইআইটি বোম্বেতেও রানার্সআপ হয়ে লিডিং ইউনিভার্সিটি তথা দেশের সুনাম বাড়িয়েছে ইইই বিভাগের শিক্ষার্থীরা।

তিনি তাদের উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখার জন্য উৎসাহ দেন এবং সবধরনের সহযোগিতায় আশ্বাস প্রদান করেন।

আইইইই এলইউ স্টুডেন্টস ব্রাঞ্চের কাউন্সিলর ইইই বিভাগের প্রভাষক নিয়াজ মোরশেদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. রাশেদুল ইসলাম, ইইই বিভাগের শিক্ষকবৃন্দ, আইইইই এলইউ স্টুডেন্টস ব্রাঞ্চের সদস্য এবং ইইই বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.