Sylhet Today 24 PRINT

এমসি কলেজের রসায়ন বিভাগের পুনর্মিলনী শুক্রবার

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৯

রসায়ন বিভাগ মুরারিচাঁদ (এমসি) কলেজের প্রথম পুনর্মিলনী উৎসব  শুক্রবার অনুষ্ঠিত হবে। এ পুনর্মিলনীকে কেন্দ্র করে রসায়ন বিভাগ সেজেছে বর্ণিল সাজে।

সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশেনের মাধ্যমে উৎসব শুরু হবে। এরপর অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাধ্যক্ষ মো. সালেহ আহমদ।

উৎসবে থাকছে রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষকদেরকে সংবর্ধনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র। উদ্বোধনী পর্ব কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবার পর অন্যান্য অনুষ্ঠানমালা নগরীর বিমানবন্দরের নিকটস্থ এডভেঞ্চার ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হবে। পুনর্মিলনীতে প্রাক্তণীদের সময়মত উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন কেমিস্ট্রি এলামনাই এসোসিয়েশন, মুরারিচাঁদ কলেজ-এর আহবায়ক অধ্যাপক তোফায়েল আহাম্মদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.