Sylhet Today 24 PRINT

এম.সি. কলেজে সরস্বতী দেবীর পূজা উদযাপিত

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৯

অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এম. সি. কলেজ, সিলেট-এর সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী এবং পূণ্যার্থীদের উদ্যোগে সরস্বতী দেবীর পূজা উদযাপিত হয়েছে।

রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে কলেজের কলা ভবনের সামনে জড়ো হতে থাকেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী এবং পূণ্যার্থীরা।

সরস্বতী দেবীর পূজা উদযাপন উপলক্ষে কলেজ কলা ভবনের সামনে স্থাপন করা হয় সরস্বতী পূজা ম-প। সকাল থেকে সরস্বতী পূজা ম-বে অর্চনা করেন পূণ্যার্থীরা।  এরপর পূজা ম-পে দেবীর চরণে পুষ্পাঞ্জলী দেন সনাতন ধর্মালবম্বী শিক্ষক এবং শিক্ষার্থীরা। নানা আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী দেবীর পূজা উদযাপন করা হয়।

কলেজ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর অশোক কুমার পালের সভাপতিত্বে ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রজত কান্তি সোমের সঞ্চালনায় বক্তব্য দেন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, সাবেক অধ্যক্ষ প্রফেসর শ্রীনিবাস দেব, প্রফেসর ধীরেশ চন্দ্র সরকার, প্রফেসর শুধাংশু শেখর তালুকদার, উপাধ্যক্ষ পৃষ্ঠপোষক প্রফেসর সালেহ আহমদ, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. তোতিউর রহমান, অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর শিখা দেব, প্রফেসর নূরে ফারহানা বেগম, তৌফিক ইজদানী।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ অরুন চন্দ্র পাল। এসময় সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে প্রকাশিত স্মারক সংকলন ‘মুক্ত কর হে বন্ধ’ এর মোড়ক উন্মোচন করেন শিক্ষকবৃন্দ।

এছাড়া পূজা উদযাপন অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং উদযাপন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। কলেজের শিক্ষকবৃন্দ পূজা ম-প পরিদর্শন করে একটি সুন্দর সমাজ গঠনে এবং আলোকিত মানুষ তৈরীতে ধর্মের প্রতি আনুগত্য ও শ্রদ্ধাশীল হওয়ার জন্য গুরুত্বারোপ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.