Sylhet Today 24 PRINT

এমসি কলেজে কবিতা পরিষদের \'৫২ প্রশ্নে ২১ পুরস্কার\'

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৯

ভাষার মাসে শহীদদের প্রতি সম্মান জানিয়ে ষষ্ঠবারের মতো '৫২ প্রশ্নে ২১ পুরস্কার' শীর্ষক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে এম.সি কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন 'মুরারিচাঁদ কবিতা পরিষদ'।
 
সোমবার (১১ ফেব্রুয়ারি) কলেজের একাডেমিক কাম পরিক্ষা ভবনে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় কলেজের একাদশ, দ্বাদশ ও অনার্স, মাস্টার্সের প্রায় আড়াইশো'র  অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
 
পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শন করেন সংগঠনের উপদেষ্টা ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সাহেদা আখতার, সহকারী অধ্যাপক জনাব সুনীল ইন্দু অধিকারী, সহকারী অধ্যাপক জনাব শেখ মোঃ নজরুল ইসলাম, মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি সুমন পাল, সাধারণ সম্পাদক সজল মালাকার প্রমুখ।
 
কবিতা পরিষদের এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের প্রশংসা করেন সংগঠনের উপদেষ্টা ড.সাহেদা আখতার। এসময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে ছেলেরা এ  ধরনের আরো আয়োজন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
 
প্রতিযোগিতার বিষয়ে সংগঠনের সভাপতি সুমন পাল বলেন, ভাষার মাসে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের এ আয়োজন। বাংলা ভাষা ও ভাষার ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরাই এর মূল উদ্দেশ্য। আগামীতেও "৫২ প্রশ্নে ২১ পুরষ্কার" প্রতিযোগিতার ধারা চলমান থাকবে।
 
পশ্চিম পাকিস্তানের মুখের ভাষা বাংলা কেড়ে নেয়ার ষড়যন্ত্রে প্রতিবাদমুখর বাঙালীরা ১৯৫২ সালে মায়ের ভাষা রক্ষার সংগ্রামে লিপ্ত হয়। পরবর্তীতে ২১ শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষনা করে জাতিসংঘ। জাতীয় কবিতা পরিষদ ১৯৫২ সাল ও ২১ ফেব্রুয়ারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
 

এমসিকিউ পদ্ধতির এ কুইজ প্রতিযোগিতার ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২০-২২ ফেব্রুয়ারী ক্যাম্পাসে আয়োজিত বইমেলার শেষ দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কবিতা পরিষদ সাধারণ সম্পাদক সজল মালাকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.