Sylhet Today 24 PRINT

সোমবার এমসি কলেজে \'মোহনা বসন্ত উৎসব\'

এমসি কলেজ প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে 'মোহনা বসন্ত উৎসব' সোমবার। প্রতি বছরের ন্যায় এবার বসন্ত উৎসব উদযাপন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কলেজের সাংস্কৃতিক সংগঠন 'মোহনা'।
 
এবছরও ৬ষ্ঠ বারের মতো কলেজ প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে 'মোহনা বসন্ত উৎসব' ১৪২৫ উদযাপন করবে সংগঠনটি। 
 
এই বর্ণাঢ্য আয়োজনে মোহনা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আজাদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ।
 
এছাড়া সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলা এই অনুষ্ঠানে থাকছে আনন্দ পদযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, বসন্ত কথন, বসন্তের কবিতা, গান, নৃত্য, বসন্ত ফ্যাশন শো-সহ বিভিন্ন আয়োজন।
 
বসন্ত উৎসবের প্রস্তুতি নিয়ে মোহনা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক টিপু শিকদার বলেন, আমাদের সকল প্রস্তুতি শেষের দিকে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল বসন্তের উল্লাসে মেতে উঠবে শতবর্ষী এমসি কলেজ ক্যাম্পাস। 
 
তিনি আরও বলেন, অনুষ্ঠানটি উন্মুক্ত হওয়ায় ক্যাম্পাসের শিক্ষার্থীরা ছাড়াও দর্শনার্থী, সংস্কৃতিপ্রেমীসহ সিলেটের প্রচুর মানুষজন আসেন আমাদের মোহনা বসন্ত উৎসবে। এবারেও উপস্থিতির সেই পুনরাবৃত্তি ঘটবে বলে প্রত্যাশা করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.