Sylhet Today 24 PRINT

ছাত্রলীগের সংঘর্ষের জেরে এমসি কলেজে বইমেলা স্থগিত

এমসি কলেজ প্রতিনিধি |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

চলছে ভাষার মাস ফেব্রুয়ারী। প্রতিবছর এই মাসকে ঘিরে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রশাসন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচী পালন করে থাকে। এবারও মুরারিচাঁদ কবিতা পরিষদ ৩ দিনব্যাপী (২০,২১ ও ২২ ফেব্রুয়ারী) ‘মুরারিচাঁদ কলেজ বইমেলা’ আয়োজন করে। সার্বিক প্রস্তুতি থাকলেও গত সোমবার কলেজ প্রাঙ্গণে বসন্ত উৎসবে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ছাত্রলীগের সংঘর্ষের জেরে কলেজ প্রশাসন বই মেলা স্থাগিত করার নোটিশ দিয়েছে।  

গত ১৮ ফেব্রুয়ারি  কলেজ অধ্যক্ষ স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ''মুরারিচাঁদ কবিতা পরিষদ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য মুরারিচাঁদ কলেজ বইমেলা-২০১৯ অনিবার্য কারণবশত: স্থগিত করা হয়েছে।''

ভাষার মাসকে ঘিরে মুরারিচাঁদ কবিতা পরিষদ  বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছিল। এর মধ্যে ৫২ প্রশ্নে ২১ পুরষ্কার শির্ষক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে তৈরি করা বিভিন্ন কার্যক্রম শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বমহলে সমাদৃত। এই বছর বইমেলার জন্য সংগঠনের সার্বিক প্রস্তুতি থাকলেও কলেজ প্রশাসনের হঠাৎ নোটিশে মেলা স্থগিত হওয়ায় ম্ষোভ ও দুঃখ প্রকাশ করেন মুরারিচাঁদ কবিতা পরিষদের সদস্যরা

এ বিষয়ে মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি সুমন চন্দ্র পাল বলেন,‘ বইমেলা উপলক্ষে আমাদের সামগ্রিক প্রস্তুতি প্রায় সম্পন্ন।  বইমেলার জন্য আমাদের পরিষদের সদস্যরা দিনরাত পরিশ্রম করেছেন। এজন্য আয়োজনের মাত্র ১ দিন আগে হঠাৎ দেওয়া নোটিশে বইমেলা স্থগিতের আদেশটি সবাইকে ব্যথিত করেছে। তবুও কলেজের প্রশাসনিক নোটিশ ভঙ্গুর হৃদয়ে মেনে নিতে বাধ্য।’

এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ বলেন, ‘সোমবার কলেজ প্রাঙ্গণে মোহনা বসন্ত উৎসবে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ছাত্রলীগের মধ্যে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিলো, সেজন্যই ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে বইমেলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আর পরিবেশ-পরিস্থিতির আলোকে যদি পুনরায় বইমেলার আয়োজন করা হয় তবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

উল্লেখ্য,  সোমবার (১৮ ফেব্রুয়ারি) এমসি কলেজ প্রাঙ্গণে মোহনা বসন্ত উৎসবে চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার ছবি তোলার সময় ছাত্রলীগের হামলায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৪ জন সাংবাদিক আহত হয়েছেন। এজন্য সোমবার দুপুরে অনিবার্য কারণ উল্লেখ করে নোটিশের মাধ্যমে আহুত মুরারিচাঁদ কলেজ বইমেলা-২০১৯ স্থগিত করেছে কলেজ প্রশাসন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.