Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

লিডিং ইউনিভার্সিটির ৫৯তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় বোর্ড রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

এতে লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার জনাব বনমালী ভৌমিক, উপাচার্য মনোনীত সদস্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর উপ-উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির, লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মনোনীত সদস্য সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মনোনীত সদস্য শায়েখুল হক চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনীত সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. রাশেদ তালুকদার, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. ওয়াহিদুজ্জামান খান এবং লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম, পিএসসি উপস্থিত ছিলেন।

সিন্ডিকেট সভায় অনুষ্ঠিত লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল এর ২৩তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের অনুমোদন এবং ২০১৮ সালে শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের অবস্থাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।    

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.