Sylhet Today 24 PRINT

এমসি কলেজে বাংলা বিভাগের \'র‍্যাগ ডে\' সম্পন্ন

এমসি কলেজ প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০১৯

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের বাংলা বিভাগের ‍২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ৪৭তম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উৎসব (র‍্যাগ ডে) সম্পন্ন হয়েছে।

শনিবার (২২ মার্চ) একাডেমিক ভবনে বাংলা বিভাগের হলরুমে আনন্দঘন পরিবেশে এই শিক্ষা সমাপনী উৎসব (র‍্যাগ ডে) উদযাপন করা হয়।

শিক্ষা সমাপনী উৎসবকে কেন্দ্র করে বিভাগীয় ভবনের সামনে আল্পনা অঙ্কনসহ নানা আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষা সমাপনী শিক্ষার্থীরা কলেজ জীবনে ঘটে যাওয়া নানা স্মৃতি তুলে ধরেন। এসময় পুরো হলরুম স্মৃতিকাতর হয়ে পরে। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাহেদা আখতার ও বিভাগের অন্যান্য শিক্ষকদের নিয়ে কেক কাটেন শিক্ষা সমাপনী শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষ ভাগে ছিল সাংস্কৃতিক আয়োজন। বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে পুরো হলরুমে উৎসবের আমেজ তৈরি হয়েছিল। বিদায়ী শিক্ষার্থীদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিল বিভাগের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, আগামী মাসের ৭ তারিখ থেকে স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থীরা তাদের শিক্ষা সমাপনী উৎসবের আয়োজন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.