Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গণহত্যা দিবস পালন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০১৯

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা।

এসময় অন্যান্যের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘পাকিস্তানী হানাদার বাহিনী কাপুরুষের মতো পূর্বপরিকল্পনা অনুসারে ঘুমন্ত বাঙালির ওপর নৃশংস হামলা চালায়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালি জাতির জীবনে নেমে আসে এক মহাদুর্যোগ। পাকিস্তানিদের বর্বরতা বিশ্ব মানবতার ইতিহাসে এক ভয়ানক কালো অধ্যায়।’

তারা বলেন, ‘ভয়াবহ সেই গণহত্যা দিবস এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশকে জোর কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.