Sylhet Today 24 PRINT

সিকৃবির একাডেমিক কাউন্সিলের ৩০তম সভা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০১৯

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩০তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, একাডেমিক বিভাগের চেয়ারম্যান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, লাইব্রেরিয়ান, পরীক্ষা নিয়ন্ত্রক, শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল গণি, সিকৃবির বিভিন্ন বিভাগের সহযোগী অধ্যাপকরা।

একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ছিলেন সিকৃবির রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান উপস্থিত সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

স্বাধীনতার মাস মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের নিহত সকল সদস্য, জেলহত্যায় শহীদ হওয়া জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ নিহত ও সম্ভ্রমহারা ২ লক্ষ মা-বোনের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সভায় সম্প্রতি নিহত হওয়া সিকৃবির বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্র ঘোরী মো. ওয়াসিম আব্বাসের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

৩০তম একাডেমিক কাউন্সিলের সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.