Sylhet Today 24 PRINT

শাবিতে শাকসু নির্বাচনসহ ১১ দফা দাবিতে গনস্বাক্ষর কর্মসূচি শুরু

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৯

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাবিপ্রবি শাখার উদ্যোগে গনতান্ত্রিক পরিবেশে শাকসু নির্বাচন, আবাসন-পরিবহন সংকট নিরসনসহ ১১ দফা দাবিতে গনস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৭ এপ্রিল) তারিখ এ  গনতান্ত্রিক পরিবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(শাকসু) নির্বাচন, বিশ্ববিদ্যালয়ের আবাসন-পরিবহন সংকট নিরসন সহ ১১ দফা দাবিতে গনস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনি দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত গনস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অব্যহত থাকবে।

স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিটি আজ দুপুর সাড়ে বারোটায় অর্জুনতলায় শাখা ছাত্রফ্রন্টের সভাপতি নাযিরুল আজম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দিন মিয়ার উপস্থিতিতে উদ্বোধন হয়।

এসময় সংগঠনের কমিটি সদস্য ও কর্মীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় অনুষ্ঠিত স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর স্বতঃস্ফুর্ত অংশগ্রহন দেখা যায়।

শাখা ছাত্রফ্রন্টের সভাপতি নাযিরুল আজম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দিন মিয়া এক যুক্ত বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরে ছাত্র ফ্রন্ট সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে। ভর্তি ফি ও ফরমের মূল্য বৃদ্ধি বিরোধী আন্দোলন, ক্যাফেটেরিয়া ও পরিবহন আন্দোলন এর মধ্যে উল্লেখযোগ্য। এর ফলে বেশি কিছু দাবি অর্জিত হয়েছে। কিন্তু সেগুলো পূর্ণাঙ্গ হয়নি বরং আবাসন-পরিবহন সংকট তীব্র হয়েছে। সেজন্য সংকট নিরসনের লক্ষ্যে আমরা গনতান্ত্রিক পরিবেশে শাকসু নির্বাচন, আবাসন পরিবহন সংকট নিরসন সহ ১১ দফা দাবিতে গনস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করেছি। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত গনস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অব্যহত থাকবে। ওইদিনই স্মারকলিপি সহ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর পেশ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.