Sylhet Today 24 PRINT

বাংলা নববর্ষ উপলক্ষে লিডিং ইউনিভার্সিটির কর্মসূচি

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৯

বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপন উপলক্ষে লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাব বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

কর্মসূচির মধ্যে ১৪ এপ্রিল (১লা বৈশাখ) রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, সকাল ১০টায় শুভেচ্ছা বিনিময়।

সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস প্রাঙ্গণে।

এতে থাকছে নাগরদোলা, বায়োস্কোপ, পুতুল নাচ, সাপের খেলা, বানর নাচ, ঘোড়ার গাড়ি, ঘুড়ি উৎসব এবং মেলায় থাকছে পিঠা ও অন্যান্য খাবারের আয়োজন। এছাড়াও থাকছে হারিয়ে যাওয়া বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রদর্শনী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী। অনুষ্ঠানসমূহ সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং কর্মচারীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.