Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ১৬ বছর পূর্তি

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০১৯

অগ্রণী পথচলায় ১৬ বছর পূর্ণ করেছে সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এ উপলক্ষে রোববার (৫ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসের সম্মেলন কক্ষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীদের পক্ষে ডেপুটি রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরী ফুল দিয়ে শুভেচ্ছা জানান তৌফিক রহমান চৌধুরীকে।

কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেনবিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, পরিচালক (সাধারণ প্রশাসন) তারেক ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী, সহকারী প্রক্টর এডভোকেট আব্বাছ উদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমদ প্রমুখ।

১৬ বছর পূর্তি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ‘এন্টার টু লিড’ এই নীতিবাক্যকে সামনে রেখে ২০০৩ সালের মে মাসে যাত্রা শুরু করে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। তিনটি বিভাগ নিয়ে পথচলা শুরু করা এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চারটি অনুষদের অধীনে ৬টি বিভাগের কার্যক্রম রয়েছে। এই বিভাগগুলোর অধীনে স্নাতক ও স্নাতকোত্তরসহ প্রায় ১৬টি প্রোগাম চালৃু রয়েছে। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনপ্রাপ্ত মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, ইন্সটিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.