Sylhet Today 24 PRINT

বিভাগীয় বিতর্কে রানারআপ লিডিং ইউনিভার্সিটি

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০১৯

ন্যাশনাল ডিবেট ফেডারেশন কর্তৃক আয়োজিত ‘কোকাকোলা বাংলা এখন, বাংলা তখন বিতর্ক প্রতিযোগিতা ২০১৯’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার বিভাগীয় বিতর্কে রানারআপ হয়েছে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাব।  এ প্রতিযোগিতায় সরকারি এবং বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকগন অংশগ্রহণ করেন।

বিভাগীয় পর্যায়ের এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন লিডিং ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের সদস্য ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুলতান শাদমান এবং  ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাহিয়ান মৌমী ও মুক্তা।

বিডিএফ-আইএলও জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আঞ্চলিক পর্বেও লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব রানার আপ হয়েছে। এতে প্রতিনিধিত্ব করেন ক্লাব সদস্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাব্বি, হাছির এবং ফাহমিদ।

জাতীয় পর্যায়ে লিডিং ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, ডিবেটিং ক্লাব উপদেষ্টা মো. ফরহাদ হোসেন এবং কাজী মো. জাহিদ হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.