Sylhet Today 24 PRINT

কৃষকের ধান কেটে দিলেন শাবি শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি |  ১৬ মে, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃষকদের ধান কেটে দিয়েছে। ধানের স্বল্পমূল্য ও শ্রমিক সংকটের প্রতিবাদস্বরূপ এ উদ্যোগ গ্রহণ করে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পশ্চিম প্রান্তে ২১ শতক জমির ধান কেটে দেন তারা।

শিক্ষার্থীরা জানান, কৃষকদের ধানের বিক্রয়মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেশি হওয়ায় কৃষকরা সংকটাপন্ন হয়ে পড়েছেন। তাছাড়া শ্রমিক সংকটও রয়েছে।

অথচ এর ফায়দা লুটছে মধ্যস্বত্বভোগী ফরিয়ারা। এইসব অনিয়মের প্রতিবাদে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

এতে অংশ নেন রিফাত জাহান, ফয়সল আহমেদ, আবির, মাহমুদুল হাসান সহ বিভিন্ন বিভাগের ২৫ শিক্ষার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.