Sylhet Today 24 PRINT

দরিদ্রদের মাঝে শাবি\'র স্বপ্নোত্থানের ঈদবস্ত্র বিতরণ

শাবি প্রতিনিধি |  ২১ মে, ২০১৯

দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান।

স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক এস এম নাঈমুল হাসান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নাঈমুল হাসান বলেন,  আমরা সালুটিকর ও টুকেরবাজারের মুসলিম বেদে সম্প্রদায়সহ বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার দরিদ্রদের মাঝে কয়েক দফায় ঈদবস্ত্র বিতরণ করেছি।

"প্রথম দফায় আমরা সালুটিকরে মোট ৩৫ টি মুসলিম বেদে পরিবারের ১০৪ জন সদস্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছি। আর দ্বিতীয় দফায় টুকেরবাজারের সুরমা নদীর পাশে বসবাস করা ১৫ টি বেদে পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। এখানে মোট সদস্য ছিলেন ৫৫ জন।"

তিনি বলেন, "মোট ১৫৯ জন বেদে সদস্য ছাড়াও, ক্যাম্পাসের আশেপাশে আরও মোট ২৫ জন মানুষকে স্বপ্নোত্থান এবছর ঈদ উপহার দিয়েছে।"

স্বপ্নোত্থানের সভাপতি দীপা চক্রবর্তী বলেন, আমরা প্রতি বছর ঈদবস্ত্র বিতরণ করে থাকি। আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ এটি। আমরা চাই ঈদের আনন্দ সবার মাঝে পৌঁছে দিতে। সবার সাথে ভাগাভাগি করে নিতে। সেই লক্ষ্য মাথায় নিয়ে আমরা এমন আয়োজন করে থাকি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.