Sylhet Today 24 PRINT

শাবিতে ১৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা

শাবি প্রতিনিধি  |  ২৫ জুন, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ অর্থবছরের জন্য ১৩৯ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও হিসাব পরিচালক আ ন ম জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।

এবারের বাজেটে গবেষণা খাতে গতবছর থেকে ৩৮ শতাংশ বাড়িয়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বেতন-ভাতা ও পেনশন খাতে ৮৬ কোটি ৪৮ লাখ বরাদ্দ দেওয়া হয়েছে (মোট বাজেটের ৬১.৮৯ শতাংশ), যা গত অর্থবছরে ছিল ৯৩ কোটি ৫ লাখ টাকা।

পণ্য ও সেবা বাবদ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩০ কোটি ৭৮ লক্ষ টাকা, তারমধ্যে ৪০০ শতাংশ বৃদ্ধিতে অভ্যন্তরীণ প্রশিক্ষণ খাতে ৪ কোটি টাকা, সেমিনার কনফারেন্সে ৬৭ শতাংশ বৃদ্ধিতে ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বাজেট ঘোষণার পর উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, এ বাজেটে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়টি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণা খাতে বরাদ্দের পরিমাণ আরও বৃদ্ধির চেষ্টা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.