Sylhet Today 24 PRINT

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রিনিউএবল এনার্জি টার্নসমিশন বিষয়ক সেমিনার সম্পন্ন

এস এই ইউ প্রতিনিধি |  ২২ আগস্ট, ২০১৫

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রিনিউএবল এনার্জি টার্নসমিশন বিষয়ক সেমিনারে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডেইজ ইউনিভার্সিটির অধ্যাপক, প্রখ্যাত সৌর শক্তি গবেষক ড. সাজেদ কামাল বলেছেন, সৌর শক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর এনার্জি খাতে অনেক উন্নয়ন সম্ভব। তিনি বাংলাদেশের অফুরান প্রাকৃতিক সম্পদকে সম্ভাবনার খাত উল্লেখ করে বলেন, যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে বিকল্প শক্তি হিসেবে সৌর শক্তিকে গ্রহণ করতে হবে। এ জন্য প্রয়োজন যথাযথ দিক নির্দেশনা।

আজ শনিবার সিলেট ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির ইসিই বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আমেরিকান কর্ণারে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. সুশান্ত কুমার দাস।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ঋষিকেশ ঘোষ, পরীক্ষা নিয়ন্ত্রক এ.এফ.এম আমিনুল ইসলাম, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, সিএসসি বিভাগের সহকারী অধ্যাপক সুশান্ত আচার্য, সহকারী অধ্যাপক শাহজাহান আহমদ, ইংরেজী বিভাগের সিনিয়র প্রভাষক ও সহকারী প্রক্টর প্রণবকান্তি দেব, আমেরিকান কর্ণারের পরিচালক মোস্তফা কামাল।

সেমিনার সঞ্চালনা করেন ইসিই বিভাগের প্রধান একরামুল ফারুক। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.