Sylhet Today 24 PRINT

শাবিতে ক্যারিয়ার ভিত্তিক কর্মশালা

শাবি প্রতিনিধি |  ২০ জুলাই, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ভিত্তিক সংগঠন গ্রাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সাস্ট (জিডিএন সাস্ট) এর উদ্যোগে 'লাইফ হ্যাক্স পেইস' ক্যারিয়ার ভিত্তিক কর্মশালা  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের গ্যালারী-১ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং (জিইই) বিভাগের অধ্যাপক মুহাম্মদ শহিদুর রহমান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করে তিনি বলেন, "জীবনটা একটা গেইমের মতন, কেউ জিতবে কেউ হারবে কিন্তু সবকিছুকে সামনে রেখে জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌছাতে হবে।"

তিনি আরও বলেন, "আমাদের নিজের ভবিষ্যৎ নিজেকে গড়ে তুলতে হবে। তাই থেমে থাকলে চলবে না, যেভাবেই হোক নিজের ক্যারিয়ার তৈরি করে নিতে হবে।"

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.