Sylhet Today 24 PRINT

শাবিতে ৯০টি গার্বেজ বিন উদ্বোধন

শাবি প্রতিনিধি |  ২১ জুলাই, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ৯০টি গার্বেজ বিন উদ্বোধন করা হয়েছে।

রোববার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ গার্বেজ বিন উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত ‘ক্লিন সাস্ট মুভমেন্ট’ নামে শিক্ষক-শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী গ্রুপ এমন উদ্যোগ নিয়েছেন, যারা এর আগেও ২৭টি গার্বেজ বিন ক্যাম্পাসে স্থাপন করেছিলেন।

‘ক্লিন সাস্ট মুভমেন্ট’ নামে শিক্ষক-শিক্ষার্থীদের এই স্বেচ্ছাসেবী গ্রুপের নেতৃত্ব রয়েছেন আইএমএলের পরিচালক ও ইংরেজি বিভাগের অধ্যাপক আলমগীর তৈমুর।

গার্বেজ বিন উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে, স্বাস্থ্যসম্মত রাখতে তাদের এই উদ্যোগ। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় এমন মহৎ কাজে সহযোগিতা করবে। সামনে প্রয়োজন অনুসারে আমরা আরও গার্বেজ বিন নিয়ে আসব।

অধ্যাপক আলমগীর তৈমুর বলেন, আমরা ক্যাম্পাসকে ভালোবাসি। আমাদের নিজেদের ক্যাম্পাসকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের নিজেদের। তাই অল্প কয়েকজন শিক্ষার্থী নিয়ে আমরা এমন কাজ শুরু করেছি। তবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরাসরি আমাদের কাজে সহযোগিতা করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সিলেট বিভাগীয় কাস্টমসের কর্মকর্তা আহমেদুর রেজা চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাজন দাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.