Sylhet Today 24 PRINT

এনইইউবিতে আইন ও বিচার বিভাগের ৯ম ও ১০ম ব্যাচের ফেয়ারওয়েল

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০১৯

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন ও বিচার বিভাগরে নবম ও দশম ব্যাচ এবং এলএলএম শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উপলক্ষে এনইইউবি ‘ল’ স্টুডেন্টস ফোরামের উদ্যোগে ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ আগস্ট) ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. নায়ীম আলীমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য ও জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. তোফায়েল আহমেদ, সহযোগী অধ্যাপক আবুল হাসানাত ইবনে আবেদীন, মো. তানভীর আহমেদ চৌধুরী, প্রভাষক গোলাম ফারুক রাসেল ও আবু সাইদ মুন্না।

আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী অধ্যাপক রথিন্দ্র চন্দ্র গোপ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. শামসুল কবির ও বিশিষ্ট আইনজীবী ব্যরিস্টার ফাইজুল হক হাশমী।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের প্রভাষক মো. আবু সাইদ মুন্না, গোলাম ফারুক রাসেল, সহযোগী অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরী, আবুল হাসানাত ইবনে আবেদীন, এমাদ উল্লাহ শহিদুল ইসলাম ও ড. তোফায়েল আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য সকল বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত ও সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা জীবনের বিভিন্ন সময়ের আবেগময় স্মৃতিচারণ করেন।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা সকল বিদায়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে এনইইউবি ‘ল’স্টুডেন্ট ফোরামের ২০১৮-২০১৯ বর্ষের কমিটিকে বিদায় সংবর্ধনা এবং ২০১৯-২০২০এর নতুন কমিটিকে বরণ করে নেয়া হয়।

পরিশেষে এনইইউবি ‘ল’ স্টুডেন্টস ফোরাম মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তারা অনুষ্ঠান উপভোগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.