Sylhet Today 24 PRINT

ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে শাবিতে র‍্যালি ও সমাবেশ

শাবি প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

মাদককে পরিহার করে মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলার প্রত্যয় নিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) একটি মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মাদক বিরোধী এ র‍্যালিটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং শাবিপ্রবি প্রশাসন এ নীতি অনুসরণ করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন,  “মাদকাসক্ত শিক্ষার্থীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হবে। এ বিশ্ববিদ্যালয় হবে মাদকমুক্ত বিশ্ববিদ্যালয়।”

এ সময় তিনি মাদকের বিরুদ্ধে সকলকে গণজাগরণ মঞ্চ গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস  এম সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বিভিন্ন অনুষদের ডিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.