Sylhet Today 24 PRINT

রাবির সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলনের মামলার আসামিরা খালাস

রাবি প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স’ বাতিলের আন্দোলনে পুলিশের দায়েরকৃত মামলায় ৩৪ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবির সরকার এ রায় ঘোষণা করেন।

২০১৪ সালের ২ ফেব্রুয়ারি সেই আন্দোলনের সময় ক্যাম্পাসে পুলিশের ওপর অস্ত্রসহ হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মতিহার থানায় মামলা দায়ের করে। ‘নাশকতা, সরকারি স্থাপনায় ভাঙচুর ও সরকারি কাজে বাধা’ দেওয়ার অভিযোগে মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়।

মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজী শওকত সালেহীন বলেন, ‘বাদী পক্ষের ২২ জন সাক্ষীর মধ্যে ২১ জনই শক্তভাবে সাক্ষী দিতে পারেন নি। এজন্য আদালতের বিচারক চার্জশিটে অভিযুক্তদের খালাস দিয়েছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.