Sylhet Today 24 PRINT

ঢাকায় ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করছে ‘স্পোর্টস সাস্ট’

শাবি প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০১৯

দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল নিয়ে ঢাকায় ‘ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০১৯’ টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা বিষয়ক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’।

দুইদিনব্যাপী এই টুর্নামেন্ট আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনটির সাধারণ সম্পাদক আল ইমরান জাকারিয়া।

তিনি বলেন, ‘সমাপনী দিন (২৮ সেপ্টেম্বর) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদেরও থাকার কথা রয়েছে। টুর্নামেন্টের টিম রেজিস্ট্রেশন বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমাদের সংগঠনের নিজস্ব ওয়েবসাইটে (sportssust.com/registration) রেজিস্ট্রেশন করে ব্যাংক ও বিকাশে যোগে ফি প্রধান করা যাবে।’

জাকারিয়া বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ৩টি টিম নিব। তবে ৩২টির বেশি টিম এই টুর্নামেন্টে নেওয়া হবে না। প্রতিটি দলে ৫ করে প্লেয়ার খেলতে পারবেন। প্রথম পর্বে ১০ মিনিট করে। দ্বিতীয় পর্ব থেকে নকআউট পদ্ধতিতে ২০ মিনিট করে খেলা চলবে।’

এই টুর্নামেন্টের আহ্বায়ক সাদমান মনির অন্ত বলেন, ‘আমরা প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে এধরনের টুর্নামেন্টের আয়োজন করে থাকি। এবারই প্রথম ক্যাম্পাসের বাইরে ঢাকার কোন ভেন্যুতে আয়োজন করছি। ক্যাম্পাসভিত্তিক খেলাধুলার চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে আমাদের এই উদ্যোগ।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.