Sylhet Today 24 PRINT

‘গণযোগাযোগ ও সাংবাদিকতা’ বিভাগ চালু করছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৯

সাংবাদিকতায় দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে 'গণযোগাযোগ ও সাংবাদিকতা' বিভাগ চালু করছে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জিন্দাবাজার ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানের উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিন।

তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে তিন মাসের সার্টিফিকেট কোর্স চালু হবে।

আগামী নভেম্বরে বটেশ্বরে স্থায়ী ক্যাম্পাসে প্রতিষ্ঠান স্থানান্তরের পর সাংবাদিকতা বিভাগের অধীনে বিএসএস (অনার্স) কোর্স চালু করা হবে বলেও জানান উপাচার্য।

তিনি বলেন, এক সময় সাংবাদিকদের কর্মক্ষেত্র রাজধানী কেন্দ্রিক থাকলেও প্রযুক্তির কল্যাণে কর্মক্ষেত্র সারাদেশে বিস্তৃত হয়েছে। কোর্স চালুর লক্ষে আউটকাম বেইজড কারিকুলাম ডিজাইনের কাজ চলছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, ট্রেজারার অধ্যাপক সুরেশ রঞ্জন বসাক, সব অনুষদের ডিন, আইকিউএসি পরিচালক, অতিরিক্ত পরিচালক, সব বিভাগের প্রধান, রেজিস্ট্রার, পরিচালক (প্রশাসন), পরিচালক (অর্থ), সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান গাজী সাইফুল হাসান ও শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.