Sylhet Today 24 PRINT

শাবি’র সাথে ডাচ বাংলা ব্যাংকের চুক্তি স্বাক্ষরিত

শাবি প্রতিনিধি |  ০৯ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টায় প্রশাসনিক ভবনের উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তি ও  ডাচ বাংলা ব্যাংকের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ চুক্তির ফলে এখন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে ডাচ বাংলা ব্যাংক, ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করে সকল শিক্ষা ফি দিতে পারবেন। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও তাদের লেনদেন এ ব্যাংকের মাধ্যমে করতে পারবেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন,  ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে একযোগে কাজ করে যেতে হবে। শিক্ষার্থীদেরসহ বিশ^বিদ্যালয়ের সকলের জন্য ডিজিটাল কার্যক্রম ব্যবহার নিশ্চিতকরণে আজকের স্বাক্ষরিত চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম,  কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. রেজা সেলিম, সিলেট শাখা ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. তাহমিদ বখত চৌধুরী প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল অব লাইফ সাইন্সেসের ডিন অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, স্কুল অব এপ্লাইড সাইন্সেস এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. এম. শাহিদুর রহমান, স্কুল অব সোশ্যাল সাইন্সেসের ডিন অধ্যাপক ড. মো ফয়সল আহম্মেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, রেজিষ্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, হিসাব পরিচালক আ.ন.ম জয়নাল আবেদিন, পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবর রহমান, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের উপশহর শাখার ম্যানেজার মোহাম্মদ নাজমুল হক, ডেপুটি ম্যানেজার শামীম আহমেদ চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.