Sylhet Today 24 PRINT

এই দুঃখ আমি জীবনে ভুলবো না : জাফর ইকবালের বক্তব্যের ভিডিও

নিজস্ব প্রতিবেদক |  ৩১ আগস্ট, ২০১৫

'আমাদের ছাত্ররা আমাদের শিক্ষকদের উপর হাত তুলবে, অন্য সবাই তাকিয়ে দেখবে এবং সেটা আয়োজন করবে একজন ভাইস চ্যান্সেলর। সেই দৃশ্য আমাকে এখানে বসে বসে দেখতে হয়েছে। এই দুঃখ আমি কোনোদিন ভুলবো না।'

সোমবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সমাবেশে এমন আবেগঘন বক্তব্য রাখেন অধাপক মুহম্মদ জাফর ইকবাল।

ক্ষুব্দ-অপমানিত এই শিক্ষাবিদের আবেগঘন বক্তৃতা স্পর্শ করে উপস্থিত সকল মানুষের হৃদয়।

হামলায় আক্রান্ত শিক্ষকদের উদ্দেশ্যে এই শিক্ষাবিদ বলেন, ‘আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমরা সিনিয়র শিক্ষকরা এখানে এমন কিছু ছাত্র তৈরি করেছি যাদেরকে ব্যবহার করা যায়, যাদেরকে পাঠানো যায়, যারা এসে আপনাদের গায়ে হাত তুলে। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমার এই ব্যর্থতার জন্যে।'

তিনি বলেন, 'অনেকদিন থেকেই আমি শুনছি, এই দম্পতি এখান থেকে চলে গেলে এই বিশ্ববিদ্যালয় ঠিক হয়ে যাবে। এই অপমান সহ্য করে এখানে থাকা ঠিক না।'

অধ্যাপক জাফর ইকবালের এই বক্তব্যের ভিডিও ফুটেজ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম'র হস্তগত হয়েছে। পাঠকদের আগ্রহের কথা বিবেচনা করে যা আপ করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.