Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোবটিকস কোর্স সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৯

মেট্রোপলিটন ইউনিভার্সিটির আয়োজিত ৪র্থ রোবটিকস কোর্স সম্পন্ন হয়েছে। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তর্ভুক্ত ‘রোবটিকস ক্লাব’র উদ্যোগে এ কোর্স করানো হয়।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ কোর্সে সফলভাবে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।

সনদ বিতরণ অনুষ্ঠানে ইইই বিভাগের প্রধান মিয়া মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক সুরজিত সিনহা, সহকারী অধ্যাপক কাজী অহিদুজ্জামান, সিনিয়র লেকচারার মো. রহমতুল্লাহ উপস্থিত ছিলেন।

সফলভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কোর্স থেকে অর্জিত জ্ঞান শুধু রোবটিকস প্রতিযোগিতায়ই নয়, পেশাগতভাবেও কাজে লাগিয়ে মানুষের কল্যাণে কাজ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন বিভাগীয় প্রধান।

প্রসঙ্গত, দুই মাসের এ কোর্স ইইই বিভাগের সিনিয়র লেকচারার রবি কর্মকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। এ কোর্সে একই বিভাগের গ্র্যাজুয়েট আব্দুর রহমান চৌধুরী ইন্সট্রাক্টর হিসেবে কাজ করেন। ৪র্থ কোর্সে ইইই বিভাগসহ বিভিন্ন বিভাগের ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসব শিক্ষার্থীদের নিজেদের ডিজাইন করা লাইন-ফলোয়ার রোবট নিয়ে দিনব্যাপী প্রতিযোগিতা হয়, যেখানে অংশ নিয়ে তারা সফল হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.