Sylhet Today 24 PRINT

ঢাবিতে বিদ্যুৎস্পৃষ্টে ইন্দোনেশিয়ার প্রকৌশলীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে নবনির্মিত একটি পাওয়ার স্টেশনে (ডিপিডিসি) কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ইন্দোনেশীয় নাগরিক ইঞ্জিনিয়ার তৌফিক (৩৬) মারা গেছেন

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

তৌফিক ইন্দোনেশিয়ান নাগরিক। তিনি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় কোম্পানির একটি বাসায় থাকতেন। তিনি ডিপিডিসির ওই প্রোজেক্টে কাজ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য জানান।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য তৌফিকের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওই প্রতিষ্ঠানে কর্মরত সিভিল ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান রাসেল বলেন, শহীদুল্লাহ হলের সামনের মাঠে নবনির্মিত একটি পাওয়ার স্টেশনে সকালে কাজ করছিলেন (মেশিনে গ্যাস ভরাচ্ছিলেন) তৌফিক। সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তৌফিককে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.